মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

যুদ্ধাপরাধীর সন্তানদের সরকারি চাকরি থেকে সরানোর দাবি

নিজস্ব প্রতিবেদক

যুদ্ধাপরাধীর সন্তানদের সরকারি চাকরি থেকে অপসারণের দাবি জানিয়েছেন আওয়?ামী লীগের উপ-কমিটির সহসম্পাদক এম এ করিম। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে ‘জঙ্গি-রাজাকার নির্মূল মঞ্চ’ আয়োজিত মানববন্ধনে তিনি এ দাবি জানান।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, স্বাধীনতা পরিষদের সহসভাপতি নওশের আলী, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া, অধ্যক্ষ মোমতাজ উদ্দিন মুর্তজা প্রমুখ।

এম এ করিম বলেন, সরকারের বিভিন্ন স্তরে যুদ্ধাপরাধীদের সন্তানরা কর্মরত আছে। অতিদ্রুত তাদের অপসারণ করতে হবে। এ দেশ রাজাকার বা জঙ্গিদের নয়, এ দেশ মুক্তিযোদ্ধাদের। তাই যুদ্ধাপরাধীর সন্তানদের সরকারি দায়িত্ব থেকে অপসারণ করে সেখানে মুক্তিযোদ্ধার সন্তানদের নিযুক্ত করতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর