বুধবার, ২৮ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

মুফতি ইজাহার জামিনে মুক্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ইজাহারুল ইসলাম গতকাল জামিনে মুক্তি লাভ করেছেন। গ্রেফতারের প্রায় দেড় বছর পর তিনি জামিনে মুক্তি পান। মুফতি ইজাহারের আইনজীবী অ্যাডভোকেট আবদুস সাত্তার বলেন, ইজাহারের বিরুদ্ধে চারটি মামলা ছিল। সব মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন।

জানা যায়, ২০১৫ সালের ৭ আগস্ট দুপুরে নগরীর লালখানবাজার জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা থেকে মুফতি ইজাহারুল ইসলামকে গ্রেফতার করা হয়। তিনি খুনসহ পৃথক তিনটি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। এর আগে প্রায় দুই বছর ধরে তিনি পলাতক ছিলেন। ২০১৩ সালের ৭ অক্টোবর নগরীর লালখানবাজারে মুফতি ইজাহারুল ইসলাম পরিচালিত জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসায় হ্যান্ড গ্রেনেড বানাতে গিয়ে বিস্ফোরণে তিনজন মারা যায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর