বুধবার, ২৮ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা
শ্রাবণ প্রকাশনী নিষিদ্ধ

প্রতিবাদে লেখকদের প্রতীকী অবস্থান

সাংস্কৃতিক প্রতিবেদক

প্রতিবাদে লেখকদের প্রতীকী অবস্থান

একুশে গ্রন্থমেলায় শ্রাবণ প্রকাশনীকে নিষিদ্ধের প্রতিবাদে প্রতীকী অবস্থান করেছে লেখক-সংস্কৃতি কর্মীরা —বাংলাদেশ প্রতিদিন

২০১৭ সালের অমর একুশে গ্রন্থমেলায় শ্রাবণ প্রকাশনীকে নিষিদ্ধের প্রতিবাদে প্রতীকী অবস্থান করেছে লেখক-সংস্কৃতি কর্মীরা। লেখক-শিল্পী-সংস্কৃতি কর্মী ও নাগরিকদের ব্যানারে গতকাল বিকালে বাংলা একাডেমির সামনে অনুষ্ঠিত হয় প্রতীকী অবস্থান কর্মসূচি। কর্মসূচি থেকে শ্রাবণ প্রকাশনীর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানানো হয়। শ্রাবণকে নিষিদ্ধ করার বাংলা একাডেমির সিদ্ধান্তকে মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন করার ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করেছেন বক্তারা। লেখক বাকী বিল্লাহর পরিচালনায় অবস্থান কর্মসূচিতে বক্তৃতা করেন মানবাধিকার কর্মী খুশী কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ফাহমিদুল হক, ব্লগার-লেখক আরিফ জেবতিক, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন প্রমুখ। বক্তারা বলেন, ভাষা আন্দোলনের ফসল হচ্ছে বাংলা একাডেমি। সেই চেতনা থেকেই অমর একুশে গ্রন্থমেলা আয়োজন করা হয়।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর