বুধবার, ২৮ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

যারা কর ফাঁকি দেবেন তাদের জন্য বাঘের থাবা : নজিবুর

নিজস্ব প্রতিবেদক

কর অনিয়মে জড়িত সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড— এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান। তিনি আয়কর ফাঁকিবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, যারা নিয়মমাফিক কর দেবেন তাদের জন্য ফুলের শুভেচ্ছা,  ফলের সম্ভাষণ। আর যারা ফাঁকি দেবেন তাদের জন্য বাঘের থাবা।

গতকাল রাজধানীর সেগুনবাগিচার রাজস্ব ভবনে মাসিক রাজস্ব সম্মেলনে এনবিআর চেয়ারম্যান আরও বলেন, এনবিআরের সামনে ফুল, ফলের বাগান ও বাঘের ভাস্কর্য স্থাপন করা হয়েছে। রাজস্ব ফাঁকিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। রাজস্ব ফাঁকি রোধে কর্মকর্তাদের আরও কঠোর হতে হবে। আয়কর ফাঁকিবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, পেট্রোবাংলার আওতাধীন চারটি গ্যাস বিতরণ কোম্পানির কাছে ভ্যাট ও সম্পূরক শুল্ক বাবদ জাতীয় রাজস্ব বোর্ডের ৩০ হাজার ৮৫৮ কোটি টাকা পাওনা হয়েছে।

সর্বশেষ খবর