বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

জঙ্গিবাদের বিপদ এখনো শেষ হয়নি : কাদের

নিজস্ব প্রতিবেদক

জঙ্গিবাদের বিপদ এখনো শেষ হয়নি : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জঙ্গিবাদের বিপদ এখনো শেষ হয়নি। এখনো ভয়ের কারণ আছে। জঙ্গিবাদ নিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাও শঙ্কিত। জঙ্গিবাদ নিয়ে বিচলিত, উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে। খণ্ডখণ্ড প্রতিবাদ করে হবে না, সবাইকে ঐক্যবদ্ধভাবে জঙ্গিবাদের বিষবৃক্ষ উপড়ে ফেলতে হবে। গতকাল রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আখতারুজ্জামান ও ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. এস এ মালেক।

সম্প্র্রতি আশকোনায় জঙ্গি আস্তানার ব্যাপারে ওবায়দুল কাদের বলেন, চক্রান্ত এখনো শেষ হয়নি। চক্রান্ত এখনো চলছে। শেখ হাসিনাকে বহনকারী বিমানে যে ঘটনা ঘটল সেটাকে হালকাভাবে উড়িয়ে দেওয়া যাবে না। এর আগে শেখ হাসিনাকে আক্রমণের জন্য ১৯ বার চেষ্টা হয়েছে। বিমানের ঘটনা নিয়ে তা ২০ বার হলো। এসময় তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করে বলেন, শেখ হাসিনা ষড়যন্ত্র করেন না, তিনি বার বার ষড়যন্ত্রের শিকার হয়েছেন। নারায়ণগঞ্জ নির্বাচন নিয়ে কিছু খুঁজে না পেয়ে বিএনপি নেত্রী এখন অন্ধকারে ঢিল মারছেন।

সর্বশেষ খবর