শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

বিশ্ব ইজতেমা ১৩ জানুয়ারি

আফজাল, টঙ্গী

রাজধানীর সন্নিকটে টঙ্গী তুরাগ নদের তীরে আগামী ১৩ জানুয়ারি ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হচ্ছে বিশ্ব তাবলিগ জামাতের বার্ষিক মহাসম্মেলন ৫২তম বিশ্ব ইজতেমা। ১৫ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব-ইজতেমার প্রথম পর্ব। এরপর ২০ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্ব। ২২ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমা। প্রতি বছরের মতো এবারও উর্দু ভাষায় বয়ান করা হবে এবং বয়ানের সঙ্গে সঙ্গে বাংলা ও আরবি ভাষায় তর্জমা করা হবে। ‘কহরদরিয়া’খ্যাত তুরাগ নদ-তীরবর্তী ১৬০ একর বিস্তৃত ময়দানের উত্তর-পশ্চিমে তৈরি করা হচ্ছে বয়ানমঞ্চ এবং পশ্চিমপ্রান্তে কামাড়পাড়া ব্রিজসংলগ্ন বিদেশি  মেহমানদের  থাকার ঘর। আগত মুসল্লিদের নদী পারাপারের জন্য থাকবে সেনাবাহিনী কর্তৃক (পল্টুন) ভাসমান সেতু। ইজতেমা ময়দানের জিম্মাদার গিয়াসউদ্দিন বলেন, ১৩ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বিশ্ব ইজতেমা শুরু হবে।

সর্বশেষ খবর