শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

ছায়ানটে শাস্ত্রীয় সংগীতের মায়া

সাংস্কৃতিক প্রতিবেদক

ছায়ানটে শাস্ত্রীয় সংগীতের মায়া

সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটে দুই দিনব্যাপী আয়োজিত শুদ্ধ সংগীত উৎসবের প্রথম দিনে গতকাল মিলনায়তনজুড়ে শাস্ত্রীয় সংগীতের মায়াজাল তৈরি হয়েছিল। সুরের ইন্দ্রজালে মোহিত ছিলেন দর্শক, শ্রোতা, শিক্ষার্থী ও অভিভাবকরা। সন্ধ্যা সাড়ে ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে প্রথম দিনের অনুষ্ঠান। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় কার্যক্রম। এরপর স্বাগত কথন ও ধন্যবাদ জ্ঞাপন করেন প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক খায়রুল আনাম শাকিল। উদ্বোধনী বক্তৃতা করেন দিনাজপুরের ওস্তাদ সাইমুদ আলী খান। আলোচনা পর্ব শেষে শুরু হয় শিল্পীদের শাস্ত্রীয় সংগীতের পালা। জয়নুল উৎসব : গতকাল শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ জয়নুল উৎসব ও লোকজ মেলা করেছে। সকালে এ আয়োজনের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন শিল্পাচার্যের সহধর্মিণী জাহানারা আবেদিন, শিল্পী হাশেম খান, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন ও ভারতের শিল্পী যোগেন চৌধুরী। মুক্তচিন্তা স্তম্ভ : মুক্তচিন্তার লেখক ড. অভিজিৎ রায়ের খুনের স্থানটিকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে নির্মিত হচ্ছে ‘মুক্তচিন্তা স্তম্ভ’ নামের ভাস্কর্য। পিতলে নির্মিত হবে এটি। বিশাল বইয়ের পাতায় ঠাঁই পাবে উগ্রবাদীদের হামলায় নিহত ১২ জন লেখক, ব্লগারসহ মুক্তচিন্তার মানুষদের প্রতিকৃতি। ভাস্কর্যটিতে যাদের প্রতিকৃতি থাকবে তাদের মধ্যে রয়েছেন লেখক-অধ্যাপক-গবেষক ড. হুমায়ুন আজাদ, প্রকাশক ফয়সাল আরেফিন দীপন, ব্লগার ওয়াশিকুর রহমান বাবু, আহমেদ রাজীব হায়দার, নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয়। গতকাল দুপুরে ‘মুক্তচিন্তা স্তম্ভ’র ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।

সর্বশেষ খবর