শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

বিশ লাখ টাকা জরিমানা ৯ প্রতিষ্ঠানকে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে পৃথক অভিযানে ৯টি প্রতিষ্ঠানকে ২০ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাব-৪-এর অপস অফিসার সিনিয়র সহকারী জেলা কমান্ড্যান্ট আরিফ বিন জলিল জানান, বুধবার দুপুরে র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমের নেতৃত্বে কাফরুল ও ভাসানটেকে অভিযান চালানো হয়।

বিভিন্ন অনিয়মের দায়ে কম্বাইন্ড হাসপাতাল লিমিটেডের মালিক জুয়েল রানাকে ৩ লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড এবং মিজানুর রহমান ও জাহাঙ্গীর আলমকে ৩ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে দুই মাস করে কারাদণ্ড; রেমিকন ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের ম্যানেজার এনামুল হককে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের কারাদণ্ড এবং ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা; মেডিকা (আয়ু) ফার্মেসির ম্যানেজার রওশন আলমকে ৭৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

সর্বশেষ খবর