শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

৯ প্রতিষ্ঠানকে ২০ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে পৃথক অভিযানে ৯টি প্রতিষ্ঠানকে ২০ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। র‌্যাব-৪-এর অপস অফিসার সিনিয়র সহকারী জেলা কমান্ড্যান্ট আরিফ বিন জলিল জানান, বুধবার দুপুরে র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমের নেতৃত্বে কাফরুল ও ভাসানটেকে অভিযান চালানো হয়। বিভিন্ন অনিয়মের দায়ে কম্বাইন্ড হাসপাতাল লিমিটেডের মালিক জুয়েল রানাকে ৩ লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড এবং মিজানুর রহমান ও জাহাঙ্গীর আলমকে ৩ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে দুই মাস করে কারাদণ্ড; রেমিকন ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের ম্যানেজার এনামুল হককে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের কারাদণ্ড এবং ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা; মেডিকা (আয়ু) ফার্মেসির ম্যানেজার রওশন আলমকে ৭৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড; ক্যান্টনমেন্ট ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার জাকির হোসেন পাটোয়ারীকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড; হেলাল ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার এম এ মোতালেবকে ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের কারাদণ্ড এবং নাজমা আক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড এবং হাইটেক মাল্টিকেয়ার হাসপাতালের ম্যানেজার সাইফুল ইসলাম ও হুমায়ুন কবিরকে ৪ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়। এদিকে এপিবিএন-৫-এর অপারেশন্স অফিসার এএসপি সাইদুর রহমান জানান, গতকাল দুপুরে উত্তরার সেক্টর-৩-এ হিমালয় রেস্টুরেন্ট অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় ব্যবস্থাপক উজ্জ্বল হোসেনকে ১ লাখ টাকা; আজমপুর রাজউক কমার্শিয়াল কমপ্লেক্সে সাফ চাইনিজ রেস্টুরেন্টকে ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে খাবার বিক্রি করায় ২৫ হাজার টাকা এবং নিউ সানমুন ফার্মা বিক্রির জন্য মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ রাখায় ব্যবস্থাপক সন্তোষ দেবনাথকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সর্বশেষ খবর