শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

এলএনজি টার্মিনাল নির্মাণে ভারতের সঙ্গে চুক্তি

নিজস্ব প্রতিবেদক

কুতুবদিয়ায় দৈনিক এক হাজার মিলিয়ন ঘনফুট ক্ষমতার ল্যান্ড বেইজড এলএনজি টার্মিনাল স্থাপনের জন্য ভারতের সঙ্গে পেট্রোবাংলা একটি চুক্তি সই করেছে। গতকাল পেট্রোবাংলার কনফারেন্স রুমে ভারতের পেট্রোনেট এলএনজি লিমিটেডের সঙ্গে এই চুক্তি সই হয়।

পেট্রোবাংলার পক্ষে সচিব সৈয়দ আশফাকুজ্জামান এবং পেট্রোনেট এলএনজি লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক প্রভাত সিং এ চুক্তি সই করেন। মূলত এরপর পেট্রোনেট এলএনজি টার্মিনাল স্থাপনের সম্ভাব্যতা যাচাই সম্পন্ন করবে। আর আগামী চার বছরের মধ্যে ল্যান্ড বেইজড এলএনজি টার্মিনাল স্থাপনের কার্যক্রম সম্পন্ন করে দৈনিক এক হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ খবর