শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

‘মুক্তিযুদ্ধে রক্ত বিসর্জন ভারতীয়দের জন্য গর্বের’

নিজস্ব প্রতিবেদক

‘মুক্তিযুদ্ধে রক্ত বিসর্জন ভারতীয়দের জন্য গর্বের’

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার জন্য মুক্তিযোদ্ধাদের সঙ্গে ভারতীয় সৈন্যরাও রক্ত বিসর্জন দিয়েছিল। ১৯৭১ সালে বঙ্গবন্ধুর উৎসাহে বাংলাদেশের মুক্তিযোদ্ধা ও ভারতীয় সৈন্যরা একসঙ্গে যুদ্ধ করেছিল। ওটাই ছিল ভারতীয়দের জন্য মহান গর্বের মুহূর্ত। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ স্টুডেন্টস স্টাডিজ ইন ইন্ডিয়া আয়োজিত বিজয় দিবসের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে আরও ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, প্রফেসর ইমেরিটাস ড. আনিসুজ্জামান (পদ্মভূষণ), ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রমুখ।

সর্বশেষ খবর