শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

অপহরণের ১৮ দিন পরও সন্ধান মেলেনি শিল্পপতির

গাজীপুর প্রতিনিধি

অপহরণের ১৮ দিন পরও  সন্ধান মেলেনি শিল্পপতির

গাজীপুরে অপহরণের ১৮ দিন পরও অপহূত ব্যবসায়ী ও শিল্পপতির সন্ধান মেলেনি। অপহূত ওই ব্যবসায়ীর স্বজনরা বিভিন্ন মহলে ধর্ণা দিয়েও আশানুরূপ সাড়া পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন তারা। অপহূত ওই ব্যবসায়ীর নাম আলহাজ মো. দুলাল হোসেন খান (৪৬)। তিনি গাজীপুরের দক্ষিণ পানিশাইলের পলাশ হাউজিং এলাকার ধানসিঁড়ি কম্পোজিট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজা মামলার উদ্ধৃতি দিয়ে জানান, ঢাকার আশুলিয়ায় আমিন মডেল টাউনের কবিরপুর তেলিবাড়ী বাজার এলাকায় দুলাল হোসেন সপরিবারে থাকেন। গত ১৩ ডিসেম্বর সকাল সাড়ে ৯টার দিকে নিজের গাড়িতে তিনি বাসা থেকে তার ব্যবসা প্রতিষ্ঠান গাজীপুরের দক্ষিণ পানিশাইলের পলাশ হাউজিং এলাকায় ধানসিঁড়ি কম্পোজিট লিমিটেডে যাচ্ছিলেন। তার সঙ্গে ফুফাশ্বশুর ও কাজের মেয়ে ছিলেন। পথে তাদের গাড়িটি জিরানী বাজারের এসএম সিএনজি পাম্পের সামনে যানজটে আটকা পড়ে। সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা একটি মাইক্রোবাস থেকে ৭/৮ দুর্বৃত্ত নেমে গাড়িটি ঘিরে ফেলে। দুর্বৃত্তরা দুলাল হোসেনকে টেনে হিঁচড়ে গাড়ি থেকে নামিয়ে তাদের মাইক্রোবাসে তোলে নিয়ে যায়। এ ব্যাপারে তার স্ত্রী মোছা. লাবলী খানম জয়দেবপুর থানায় অপহরণ মামলা হয়েছে। মামালা নং ৬৭।

সর্বশেষ খবর