রবিবার, ১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

মোনাজাতে কয়েক লাখ মুসল্লি

শেষ হলো চট্টগ্রাম ও সিলেটে বিভাগীয় ইজতেমা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ও সিলেট

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে গতকাল শেষ হয়েছে চট্টগ্রাম ও সিলেটের বিভাগীয় পর্যায়ের ইজতেমা। পৌষের কনকনে শীত ও ঘন কুয়াশার কষ্ট উপেক্ষা করে আখেরি মোনাজাতে অংশ নেয় কয়েক লাখ মানুষ। নিজস্ব প্রতিবেদকদের পাঠানো খবর—

চট্টগ্রাম : পৌষের কনকনে শীতের সকাল। ঘন কুয়াশার ঢাকা চারপাশ। শত কষ্ট উপেক্ষা করে সবার গন্তব্য হাটহাজারীর চারিয়ার ইজতেমা ময়দান। সকাল ৯টার মধ্যেই ইজতেমা ময়দান হয়ে যায় টইটম্বুর। ইজতেমার ময়দান ছাড়িয়ে আশপাশের কয়েক কি.মি. এলাকা জনসমুদ্রে পরিণত হয়। বেলা সোয়া ১২টায় সবাই অংশ নেন আখেরি মোনাজাতে। এতে বিশ্ব শান্তি ও ঐক্য কামনা করা হয়। এ সময় ইজতেমা ময়দান ও আশপাশ এলাকায় লাখো মানুষের ‘আমিন, আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে মুখরিত হয় পুরো এলাকা। মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ তাবলিগ জামাতের আমির মাওলানা জুবায়ের। প্রায় ২০ মিনিটের দীর্ঘ মোনাজাতে ব্যক্তি জীবনের গুনাহ মাফ, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ কামনার পাশাপাশি দেশ ও বিশ্বের শান্তি, মুসলিম উম্মাহর ঐক্য, মানুষের হেদায়েত এবং কবরবাসীর রুহের মাগফিরাত চেয়ে দোয়া কামনা করা হয়। বাংলা এবং আরবিতে করা এ মোনাজাতে মুসল্লিরা সবাই ‘আমিন, আল্লাহুম্মা আমিন’ বলে ধ্বনি তুলেন আল্লাহর সন্তুষ্টির আশায়। ইজতেমা ময়দান, রাস্তায় দাঁড়িয়ে কেউবা কয়েক কি.মি. দূরে মাইকে শুনে দুই হাত তুলে মোনাজাতে অংশ নেন। ইজতেমার অন্যতম তদারককারী এবং হাটহাজারী উপজেলা ভাইস চেয়ারম্যান নাছির উদ্দিন মুনিরের দাবি আখেরি মোনাজাতে ১৮ লাখের অধিক মুসল্লি শরিক হন। তিন দিনের ইজতেমায় অংশ নিতে সুদূর দক্ষিণ আফ্রিকা, মোজাম্বিক, চীন, ভারত, থাইল্যান্ডসহ ৩৫ দেশের কয়েকশ নাগরিক আসেন। সিলেট : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়ক সংলগ্ন লতিপুর-খিদিরপুর ইজতেমা ময়দানে গতকাল বেলা সাড়ে ১১টা থেকে প্রায় ৪০ মিনিটব্যাপী আখেরি মোনাজাতে ঢল নেমেছিল লাখ লাখ মুসল্লিদের। মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর থেকেই সিলেটের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার মুসল্লি ছুটে আসেন ইজতেমা ময়দানে। একপর্যায়ে ইজতেমা ময়দানের আশপাশ, বাড়িঘর ও সড়ক রূপ নেয় জনতার মহাসমুদ্রে। পরে আখেরি মোনাজাতে কান্নায় ভেঙে পড়েন মুসল্লিরা। এ সময় দেশ ও জাতির সুখ, সমৃদ্ধি ও মঙ্গল কামনা, নিজের অতীত কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করা হয় মহান সৃষ্টিকর্তার দরবারে।

সর্বশেষ খবর