সোমবার, ২ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

দ্বিতীয় দফায় রিমান্ড চাওয়া হচ্ছে দুই নারী জঙ্গির

ধরা ছোঁয়ার বাইরে মুসা

নিজস্ব প্রতিবেদক

দ্বিতীয় দফায় রিমান্ড চাওয়া হচ্ছে দুই নারী জঙ্গির

রাজধানীর আশকোনা থেকে গ্রেফতার নারী জঙ্গি জেবুন্নাহার শিলা এবং তৃষা মনিকে দ্বিতীয় দফায় রিমান্ড চাইবে পুলিশ। প্রথম দফায় সাত দিনের রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ড চাইবেন। অন্যদিকে, নব্য জেএমবির শীর্ষ জঙ্গি মাইনুল ইসলাম মুসা এখনো ধরা পড়েনি। এই জঙ্গি ঢাকা ও ঢাকার বাইরের কোনো একটি জঙ্গি আস্তানায় আত্মগোপন করে থাকতে পারে বলে ধারণা তদন্ত সংশ্লিষ্টদের।

সংশ্লিষ্টরা বলছেন, অনাবিষ্কৃত ওই আস্তানাগুলোতে আরও অনেক আত্মঘাতী নারী জঙ্গি থাকতে পারে। তাদেরকে হামলার উদ্দেশ্যে প্রস্তুত রাখা হয়েছে। সুযোগ পেলেই ওইসব অস্ত্র ও আত্মঘাতী নারীদের ব্যবহার করে নাশকতা চালাতে পারে মুসা। আশকোনার সূর্য ভিলা থেকে গ্রেফতার দুই নারী জঙ্গি তৃষা মনি ও জেবুন্নাহার শিলা সাত দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে কাউন্টার টেররিজম ইউনিটকে (সিটিটিসি) এ রকম নানা তথ্য জানিয়েছে। তাদের ধরতে ঢাকা ও ঢাকার বাইরে সম্ভাব্য জঙ্গি আস্তানায় অভিযান অব্যাহত রেখেছে কাউন্টার টেররিজম ইউনিট (সিটিটিসি)। দুই নারী জঙ্গি জিজ্ঞাসাবাদে জানিয়েছে, সূর্য ভিলায় বিপুল পরিমাণ গ্রেনেড, অস্ত্র বিস্ফোরক মজুদের আসল রহস্য জানে একমাত্র মুসা। মুসাই তাদের জঙ্গিবাদে দীক্ষা দিয়েছে। সিটিটিসির উপ-কমিশনার (ডিসি) মহিবুল ইসলাম বলেন, জঙ্গি নেতা মুসা সম্পর্কে দুই নারী অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।

সর্বশেষ খবর