সোমবার, ২ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

সড়কে ৪ হাজার ১৪৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

২০১৬ সালে সড়ক দুর্ঘটনায় ৪ হাজার ১৪৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৫ হাজার ২২৫ জন। নিরাপদ সড়ক চাই (নিসচা) গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব তথ্য প্রকাশ করে। প্রতিবেদনটি তুলে ধরেন নিসচা’র চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।

প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, ২০১৬ সালে মোট দুর্ঘটনার সংখ্যা দুই হাজার ৩১৬টি। যা ২০১৫ সালের তুলনায় ৩১০টি কম। ২০১৫ সালে নিহত হয় ৫ হাজার ৩ জন। সে তুলনায় ২০১৬ সালে নিহতের হার কমেছে ১৪.৬৩ শতাংশ। এ বছর বাস দুর্ঘটনার ঘটনা ঘটেছে ৭১০টি। পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান ও লরির দুর্ঘটনা হয়েছে ৬৬২টি। প্রাইভেটকার ও মাইক্রোবাসের দুর্ঘটনা ১৯২টি, অটোরিকশা, ইজিবাইক, লেগুনা-নসিমন, টেম্পু, ভটভটি, আলমসাধু ও মহেন্দ্রসহ অবৈধ যানবাহনের দুর্ঘটনা ৩৮৭টি এবং মোটরসাইকেলের ২৪৯টি দুর্ঘটনা হয়েছে। এ ছাড়া রেল দুর্ঘটনা ও কাটা পড়ার সংখ্যা ১৮৪টি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর