সোমবার, ২ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

আদালতে সাভার থানার ওসির ক্ষমা প্রার্থনা

আদালত প্রতিবেদক

নিজের ভুল স্বীকার করে আদালতে হাজির হয়ে ক্ষমা চেয়েছেন সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান। গতকাল ঢাকার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে ক্ষমা চেয়ে তিনি একটি আবেদন করেন। আবেদনে বলা হয়, ‘২৯ ডিসেম্বর আদালতের আদেশের কারণে লিখিতভাবে জানাচ্ছি যে, সূত্রে বর্ণিত সিআর মামলাটি থানায় প্রাপ্তির পর মিস ফাইল হয়ে যাওয়ায় মামলাটি যথাসময়ে এফ আই আর হিসেবে রেকর্ড করা সম্ভব হয়নি। পরবর্তীতে মামলাটি খুঁজে পাওয়ার পর রেকর্ড করা হয়েছে। বর্তমানে মামলাটি তদন্তাধীন আছে। আমার এই অনিচ্ছাকৃত ভুলের জন্য মাননীয় আদালতের কাছে ক্ষমা প্রার্থী। ভবিষ্যতে এ ধরনের ভুলের পুনরাবৃত্তি ঘটবে না। আমাকে প্রথমবারের মতো ক্ষমা করে কারণ দর্শানোর দায় থেকে অব্যাহতির মর্জি হয়।’ পরে শুনানি শেষে বিচারক মোস্তাফিজুর রহমান কারণ দর্শানোর দায় থেকে ওসি এস এম কামরুজ্জামানকে অব্যাহতি প্রদান করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর