সোমবার, ২ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

সিলেবাস পরিবর্তনে পীর চরমোনাইর সন্তোষ

নিজস্ব প্রতিবেদক

পাঠ্য সিলেবাসের বাংলা বই থেকে গণ-মানুষের বোধ-বিশ্বাস ও ধর্মীয় চেতনাবিরোধী বিতর্কিত গল্প কবিতা ও প্রবন্ধ বাদ দিয়ে নতুন বছরের প্রথম দিনে সারা দেশের ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করীম পীর চরমোনাই। গতকাল এক বিবৃতিতে পীর চরমোনাই বলেন, দীর্ঘদিনের আন্দোলন ও প্রতিবাদের পর সরকারের নীতি-নির্ধারকগণ বিষয়টির গুরুত্ব ও নাজুকতা উপলব্ধি করতে পেরেছেন বলে আমরা তাদেরকে সাধুবাদ জানাই। পাশাপাশি এনসিটিবি বা শিক্ষা মন্ত্রণালয়ের কোনো অশুভ শক্তি এ ষড়যন্ত্র করেছিল তাদেরকে খুঁজে বের করে  শাস্তির মুখোমুখি করার দাবি জানান তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর