সোমবার, ২ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বছরের শুরুতে ঊর্ধ্বমুখী প্রবণতায় শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক

বছরের শুরুতে ঊর্ধ্বমুখী প্রবণতায় শেয়ারবাজার

সূচক, লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতায় শেষ হয়েছে শেয়ারবাজার। গতকাল দেশের দুই শেয়ারবাজারেই সূচক ও লেনদেন বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৪৭ পয়েন্ট। লেনদেন হয়েছে প্রায় হাজার কোটি টাকা। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে ৮৮ পয়েন্ট।

ডিএসইতে চলতি বছরের প্রথম লেনদেন ঊর্ধ্বমুখী প্রবণতায় শুরু হয়। দিন শেষে ডিএসই সূচক ৪৭ বেড়ে পাঁচ হাজার ৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্যসূচক প্রায় ১১ পয়েন্ট বেড়ে ১৮২১ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ৮.৬৬ বেড়ে ১২০০ দাঁড়িয়েছে। লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৪৩টির, কমেছে ৬০টির এবং  অপরিবর্তিত ছিল ২৩টির শেয়ার দর।

অন্যদিকে চট্টগ্রাম স্টকএকচেঞ্জের  সূচক ৮৮ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৪৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে প্রায় ৬৩ কোটি টাকা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর