বুধবার, ৪ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ইংলিশ মিডিয়াম স্কুলে ভ্যাট অবৈধ ঘোষণার রায় স্থগিত

নিজস্ব প্রতিবেদক

ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থীদের টিউশন ফির ওপর ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট আরোপ অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছে আপিল বিভাগ। ওই রায়ের বিরুদ্ধে জাতীয় রাজস্ব বোর্ডের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেয়। ২৯ জানুয়ারি এ বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এ এম আমিন উদ্দিন।

এর আগে ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীদের টিউশন ফির ওপর ভ্যাট আরোপ নিয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে ১২ ডিসেম্বর হাইকোর্ট ভ্যাট অবৈধ ঘোষণা করে। জানা গেছে, ২০১২ সালে সরকার ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের টিউশন ফির ওপর ৪ দশমিক ৫ শতাংশ ভ্যাট আরোপ করে। এরপর ২০১৫ সালে তা বাড়িয়ে ৭ দশমিক ৫ শতাংশ করা হয়।

সর্বশেষ খবর