বুধবার, ৪ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা
বরিশাল সিটি করপোরেশন

বেতন দাবিতে প্রধান নির্বাহীর কক্ষ ঘেরাও

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বেতন সমন্বয় ও ১৬ মাসের বকেয়া দাবিতে প্রধান নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে হঠাৎ কর্মবিরতি শুরু করেছে বরিশাল সিটি করপোরেশনের শ্রমিক-কর্মচারীরা। এতে সেবাধর্মী এই প্রতিষ্ঠানে অচলাবস্থার সৃষ্টি হয়।

এদিকে সিটি করপোরেশনের রাজস্ব আয়ের চেয়ে শ্রমিকদের বেতন বেশি হওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। গতকাল বেলা ১১টার দিকে সিটি করপোরেশনের শ্রমিক-কর্মচারীদের একটি অংশ কর্মবিরতি শুরু করে। একপর্যায়ে তারা বেতন সমন্বয় ও বকেয়া পরিশোধের দাবিতে প্রধান নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে তার কক্ষের সামনে বিক্ষোভ করতে থাকে।

সর্বশেষ খবর