বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

খালেদার কাছে নালিশ রক্ষা কমিটি গঠন

রাজশাহী বিএনপিতে দ্বন্দ্ব

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

খালেদার কাছে নালিশ রক্ষা কমিটি গঠন

মিজানুর রহমান মিনু ও নাদিম মোস্তফাকে বাদ দিয়ে রাজশাহী জেলা ও মহানগর বিএনপির নতুন কমিটি নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব এবার প্রকাশ্য রূপ নিয়েছে। নতুন কমিটির বিরুদ্ধে একটি পক্ষ মাঠে নেমেছে। কমিটি বাতিলের দাবিতে একাংশ লাগাতার কর্মসূচিও পালন করছে। সর্বশেষ বুলবুল-মিলনের কমিটি বাতিলের দাবিতে পাল্টা বিএনপি রক্ষা কমিটি গঠন করা হয়েছে। এর আগে দলীয় কার্যালয়ে তালা দিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে লিখিত নালিশও জানিয়েছে পদবঞ্চিত নেতাদের একটি গ্রুপ।

দলীয় সূত্র জানায়, সর্বশেষ ২৭ ডিসেম্বর সাত বছর পর কেন্দ্র থেকে প্রভাবশালী দুই নেতা মিজানুর রহমান মিনু ও নাদিম মোস্তফাকে বাদ দিয়ে রাজশাহী নগর ও জেলা বিএনপির কমিটি গঠন করা হয়। নগর বিএনপির সভাপতির পদ থেকে কেন্দ্রীয় উপদেষ্টা ও সাবেক যুগ্ম-মহাসচিব মিজানুর রহমান মিনুকে বাদ দিয়ে রাজশাহী সিটি করপোরেশনের বরখাস্ত মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে দায়িত্ব দেওয়া হয়েছে। আর জেলায় নাদিম মোস্তফাকে বাদ দিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে তোফাজ্জল হোসেন তপুকে। এ নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছে দলের দুই পক্ষের মধ্যে। নগর বিএনপির এ বিরোধের জন্য মিনুকে দায়ী করেন বুলবুল। বিএনপি রক্ষা কমিটিকে ওই নেতাদের স্বার্থ রক্ষার কমিটি হিসেবে অভিহিত করেন তিনি। এদিকে নগরীর মতিহার থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক ডিকেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতিমধ্যে রাজশাহী মহানগর বিএনপির সর্বস্তরের নেতা-কর্মীর অংশগ্রহণে আলোচনা সভা এবং সবার সমন্বয়ে ও মতামতের ভিত্তিতে রাজশাহী বিএনপি রক্ষা পরিষদের কমিটি ঘোষণা করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর