বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বিজিএমইএ ভবন ভাঙবে রাজউক

————— গণপূর্তমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বিজিএমইএ ভবন ভাঙবে রাজউক

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন হাতিরঝিল থেকে বিজিএমইএ ভবন অপসারণের বিষয়ে বলেছেন, ‘হাইকোর্ট থেকে আমাদের পক্ষে রায় পেয়েছি। হাইকোর্ট বিজিএমইএ কর্তৃপক্ষকে ৯০ দিন সময় দিয়েছে। ৯০ দিনের মধ্যে তারা না ভাঙলে রাজউক রায় অনুসারে ভেঙে ফেলবে। তবে আমরা অবশ্যই র্যাংকস ভবনের মতো ম্যানুয়াল পদ্ধতিতে ভাঙব না। আমরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ভাঙব, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে।’

গতকাল মন্ত্রী হাতিরঝিলের ওয়াটার বাস সার্ভিস ও কনভেনশন সেন্টারের স্থান পরিদর্শন করতে এসে এসব কথা বলেন। অপেরা হাউস ও কনভেনশন সেন্টারের বিষয়ে মোশাররফ হোসেন বলেন, ‘হাতিরঝিলকে কেন্দ্র করে আমরা বড় একটি কনভেনশন সেন্টার করব। অত্যাধুনিক পার্কিং সুবিধাসহ সব ধরনের সুযোগ-সুবিধা থাকবে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর