বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

মওদুদের নাইকো মামলার রুল শুনানিতে হাই কোর্ট বিব্রত

নিজস্ব প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিতের বিষয়ে জারি করা রুলের শুনানিতে বিব্রত বোধ করেছে হাই কোর্ট। গতকাল বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চে রুল শুনানির কথা ছিল। দুদকের আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের জানান, বেঞ্চের একজন সদস্য শুনানিতে বিব্রত বোধ করেছেন। এখন বিষয়টি প্রধান বিচারপতির কাছে যাবে। প্রধান বিচারপতি নতুন বেঞ্চ ঠিক করলে সেই বেঞ্চে রুলের শুনানি হবে।

এর আগে ১ ডিসেম্বর মওদুদের আবেদনের পরিপ্রেক্ষিতে হাই কোর্টের একটি বেঞ্চ নিম্ন আদালতে চলমান এ মামলার বিচার আট সপ্তাহের জন্য স্থগিত করে। এ মামলার কার্যক্রম স্থগিত রাখতে মওদুদের আবেদন খারিজের যে আদেশ বিচারিক আদালত দিয়েছে, তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করে হাই কোর্ট। হাই কোর্টের ওই আদেশের বিরুদ্ধে দুদক আপিল বিভাগে যায়।

সর্বশেষ খবর