শিরোনাম
বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বাবার আপিল নিষ্পত্তির নির্দেশ

সিমির আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

বাবার আপিল নিষ্পত্তির নির্দেশ

চারুকলা ইনস্টিটিউটের ছাত্রী সীমা বানু সিমির বিষপানে আত্মহত্যার ঘটনায় পাঁচ আসামির সাজার বিরুদ্ধে সিমির বাবা আলী এমদাদের করা আবেদন নিষ্পত্তির নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। গতকাল প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেয়। দায়রা আদালত বা উপযুক্ত আদালতে এ আবেদন নিষ্পত্তি করতে বলা হয়েছে। ঢাকা মহানগর হাকিম আদালতের সাজার বিরুদ্ধে সিমির বাবার করা আপিলকে রিভিশন হিসেবে বিবেচনা করতে বলা হয়েছে। সাজাপ্রাপ্ত আসামিদের করা এক আবেদন নিষ্পত্তি করে আপিল বিভাগ এ আদেশ দেয়। আসামিপক্ষে আইনজীবী ছিলেন খন্দকার মাহবুব হোসেন। বখাটেদের উত্ত্যক্তের শিকার হয়ে ২০০১ সালের ২৩ ডিসেম্বর রাজধানীর খিলগাঁওয়ে একটি বাসায় বিষপানে আত্মহত্যা করেন নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের ছাত্রী সীমা বানু সিমি। আত্মহত্যার আগে সিমির লিখে যাওয়া চিরকুটের সূত্র ধরে খিলগাঁওয়ের দোয়েল, খলিল, মোফাজ্জল, রিপন, খিলগাঁও থানার উপপরিদর্শক বাশার ও তাদের সহযোগিতাকারী এনায়েত চৌধুরীর বিরুদ্ধে খিলগাঁও থানায় পৃথক দুটি মামলা হয়। একটি মামলা করে পুলিশ। অন্যটি সিমির বাবা আলী এমদাদ।

সর্বশেষ খবর