বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

৫৯০ গ্রাম ওজনে জন্ম নিয়েও বেঁচে আছে শিশুটি

২৮ সপ্তাহ বয়সে মাত্র ৫৯০ গ্রাম ওজন নিয়ে গত ২৩ সেপ্টেম্বর জন্মেছিল শিশুটি। আশা নামের শিশুটি এখনো বেঁচে আছে এবং সম্পূর্ণ সুস্থ অবস্থায় রয়েছে। চিকিৎসক সূত্রে জানা গেছে, এ্যাপোলো হাসপাতালের চিকিৎসকদের দৃঢ়তার কারণেই বেঁচে আছে শিশুটি। বর্তমানে আশার বয়স তিন মাস এবং সে অন্য শিশুর মতোই সুস্থ জীবনযাপন করছে। এত কম ওজনে জন্ম নিয়ে বেঁচে থাকার ঘটনা বাংলাদেশে এটাই প্রথম।

সূত্র জানায়, মায়ের দীর্ঘকালীন রক্তচাপ ও হাইপারটেনশন  থাকায় তাকে এন্টি-হাইপারটেনসিভ ওষুধ গ্রহণ করতে হচ্ছিল। যে কারণে তিনি সুপেরিম্পসোড প্রি-এক্লাম্পসিয়া সংক্রান্ত সমস্যায় আক্রান্ত হন। ফলে মাত্র ২৮ সপ্তাহে তার শিশুটি জন্মগ্রহণ করে। বিজ্ঞপ্তি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর