শুক্রবার, ৬ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বহুতল ভবন নির্মাণে অগ্রাধিকার দিতে হবে : রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক

বহুতল ভবন নির্মাণে অগ্রাধিকার দিতে হবে : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, আবাসন প্রকল্প গ্রহণের আগে যথাযথ পরিকল্পনা নিতে হবে ও পরিকল্পিত উপায়ে বাড়িঘর নির্মাণ করতে হবে। একতলা বা দ্বিতল বাড়ির পরিবর্তে বহুতল ভবন নির্মাণে অগ্রাধিকার দিতে হবে। রাজধানীর সোনারগাঁও হোটেলে গতকাল আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের রজতজয়ন্তী উদ্যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এ কথা বলেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গৃহায়ণমন্ত্রী মোশাররফ হোসেন, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ, রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামিন, সহসভাপতি নুরুন্নবী চৌধুরী ও পরিচালক জহির আহমেদ। রজতজয়ন্তী উপলক্ষে প্রয়াত ইস্টার্ন হাউজিং লিমিটেডের চেয়ারম্যান জহুরুল ইসলামকে মরণোত্তর এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদকে আজীবন সম্মাননা দেওয়া হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর