শুক্রবার, ৬ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বিনা বিচারে আটক দুজনকে হাজির করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

কিশোরগঞ্জের জেলা কারাগারে এক যুগের বেশি সময় ধরে ‘বিনা বিচারে’ আটক দুজনকে ১৯ জানুয়ারি হাজির করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। গতকাল বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। শফিকুল ইসলাম স্বপন ১৬ বছর ও ছাবেদ আলী ১৪ বছর ধরে কারাবন্দী। তাদের মামলার নথি তলব করে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে হবে। সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলে ওই দুজনকে নিয়ে প্রচারিত প্রতিবেদন আদালতে উপস্থাপন করেন আইনজীবী কুমার দেবুল দে। টিভি চ্যানেলে প্রচারিত প্রতিবেদনে বলা হয়, কারাগারের নথিতে তাদের দুজনই মানসিক রোগী। তাদের মধ্যে একজন কিশোরগঞ্জের পাকুন্দিয়ার হোসেন্দী পূর্বপাড়ার মৃত আবদুর রশিদের ছেলে শফিকুল ইসলাম স্বপন। অপরজন পাকুন্দিয়ার এগারো সিন্দুর এলাকার মুসলিম মিয়ার ছেলে ছাবেদ আলীর।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর