শনিবার, ৭ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ঢাকা-চট্টগ্রাম ও সিলেট রেলপথে সূচনা হচ্ছে নতুন দিগন্তের

ভৈরব ও তিতাস নদের ওপর রেলসেতু চালু হচ্ছে এপ্রিলে

নিজস্ব প্রতিবেদক

আগামী এপ্রিল মাসেই ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে নতুন দিগন্তের সূচনা হচ্ছে। ঢাকা থেকে ভৈরব পর্যন্ত ডাবল লাইন রেলপথ চালু হবে। এপ্রিলেই মেঘনা নদীর ওপর নির্মাণাধীন দ্বিতীয় রেলসেতু এবং আখাউড়ায় তিতাস নদের ওপর নির্মিত ডাবল রেলসেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যে এই তিন সেতুর কাজ প্রায় ৯০ শতাংশ শেষ হয়েছে। রেলমন্ত্রী মুজিবুল হক বুধবার সরেজমিন ভৈরব দ্বিতীয় রেলসেতু এবং তিতাসের ওপর নির্মিত সেতু পরিদর্শন করে আগামী এপ্রিলেই এই সেতুগুলো খুলে দেওয়া হবে বলে জানান।

বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম এবং সিলেটের সঙ্গে রেল যোগাযোগ সহজ করতে ঢাকা থেকে ভৈরব পর্যন্ত রেলপথকে ডাবল লাইনে উন্নীত করার কাজ শুরু করে গত মহাজোট সরকার। এর আগে লাকসাম থেকে চিনকির আস্তানা পর্যন্ত রেলপথকে ডাবল লাইনে উন্নীত করা হয়। আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত রেলপথকে ডাবল লাইনে উন্নীত করার কাজ চলছে। পাশাপাশি ভৈরবে মেঘনা নদীর ওপর দ্বিতীয় ভৈরব রেলসেতু নির্মাণের কাজ শুরু করে সরকার। একই সঙ্গে আখাউড়ায় তিতাসের ওপর পুরনো সেতুর পাশে একই অবকাঠামোর ওপর দুটি পৃথক সেতু নির্মাণ কাজ শুরু করে। ভৈরব দ্বিতীয় রেলসেতু নির্মাণের কাজ শুরু হয় ২০১৩ সালের ডিসেম্বরে। প্রায় ৫৬৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এই সেতুর কাজ নির্ধারিত সময়ে শেষ করা যায়নি। মেয়াদ বাড়িয়ে আগামী এপ্রিলের মধ্যেই কাজ শেষ করার কথা। এর পাশাপাশি তিতাসের ওপর নির্মাণাধীন দুটি সেতুর কাজও শেষ পর্যায়ে। ডাবল লাইন এ সেতু নির্মাণে ব্যয় হচ্ছে ১৯১ কোটি টাকা। এই প্রকল্পের কাজ শুরু হয় ২০১৪ সালে। মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩১ মার্চ। মেঘনা ও তিতাস নদের রেলসেতু নির্মাণ এবং ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ডাবল লাইন রেলপথ চালু হলে ঢাকা থেকে চট্টগ্রাম রেলপথে যাতায়াতে সময় কমে আসবে আধা ঘণ্টা। ডাবল লাইন চালুর ফলে যাত্রাপথে কোনো আন্তঃনগর ট্রেন বা পণ্যবাহী ট্রেনকে দীর্ঘ অপেক্ষা করতে হবে না। রেলপথমন্ত্রী মুজিবুল হক জানিয়েছেন, ভৈরব ও তিতাস সেতু চালু হলে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথে ভ্রমণ আরামদায়ক ও পণ্য পরিবহন সহজ হবে। ভৈরব ও তিতাস সেতু পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন রেল মন্ত্রণালয়ের সচিব ফিরোজ সালাউদ্দিন, রেলওয়ে মহাপরিচালক আমজাদ হোসেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর