শনিবার, ৭ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

রোহিঙ্গাদের আশ্রয় দিন : বি চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, ‘মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া উচিত। আমি সরকারের প্রতি এ দাবি জানাচ্ছি।’ গতকাল বিকালে দলের কুড়িল বিশ্বরোডের কেন্দ্রীয় কার্যালয়ে নোয়াখালীর সেনবাগ উপজেলা থেকে ডা. সাইফুল ইসলামের নেতৃত্বে শতাধিক লোকের বিকল্পধারায় যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ দাবি জানান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী, কেন্দ্রীয় নেতা আবদুর রউফ মান্নান, মাহবুব আলী, অ্যাডভোকেট শাহ আহাম্মেদ বাদল প্রমুখ।

বি চৌধুরী বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারত আমাদের ১ কোটি লোককে আশ্রয় দিয়েছিল। তাই আমাদেরও উচিত মিয়ানমারে নৃশংসতার শিকার রোহিঙ্গাদের মানবিক কারণে আশ্রয় দেওয়া।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর