শনিবার, ৭ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

গণতান্ত্রিক ব্যবস্থার নৈরাজ্য অবসানের দাবি জেএসডির

নিজস্ব প্রতিবেদক

গণতন্ত্র, নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থায় নৈরাজ্যের স্থায়ী অবসান চেয়ে জাতীয় পরিষদের রাজনৈতিক সভায় প্রস্তাব তুলেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। আজ রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে তারা এসব প্রস্তাব উত্থাপন করবেন বলে জানিয়েছেন। গতকাল রাজধানীর পল্টনে অবস্থিত মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে জেএসডি জাতীয় পরিষদের সভায় এ রাজনৈতিক প্রস্তাব গৃহীত হয়। আ স ম আবদুর রবের সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, ‘দেশে হত্যা-ধর্ষণ-লুটপাট-দখলবাজি ও সাম্প্রদায়িক হামলা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। স্বাধীন দেশে অভ্যন্তরীণ ঔপনিবেশিক ব্যবস্থা চাপিয়ে দেওয়ার জন্য দায়ী দলসমূহের পক্ষে দেশে গণতন্ত্র, মৌলিক মানবাধিকার, অবাধ রাজনৈতিক অধিকার ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব নয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর