রবিবার, ৮ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

কাঁদুনে গ্যাস ছুড়ে অনশনে থাকা এক্সট্রা মোহরারদের উঠিয়ে দিল পুলিশ

নিজস্ব প্রতিবেদক

কাঁদুনে গ্যাস ছুড়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনশনে থাকা এক্সট্রা মোহরারদের (নকলনবিস) উঠিয়ে দিয়েছে পুলিশ। গতকাল সারা দেশের ৫০১টি সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত ১৫ হাজার লোকের চাকরি জাতীয়করণের দাবিতে আমরণ অনশন শুরু করেন এক্সট্রা মোহরাররা। তারা অভিযোগ করেন, পূর্ব ঘোষণা অনুযায়ী এ কর্মসূচি পালনকালে সন্ধ্যার আগমুহূর্তে কাঁদুনে গ্যাস ছুড়ে ঘটনাস্থল থেকে তাদের উঠিয়ে দিয়েছে পুলিশ। এ অভিযোগ অস্বীকার করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, পুলিশ তাদের উঠিয়ে দিয়েছে ঠিক, কিন্তু তাদের কোনো ধরনের লাঠিচার্জ, কাঁদুনে গ্যাস কিংবা ধাক্কাও দেওয়া হয়নি। শুধু বলা হয়েছে রাতে এখানে থাকা যাবে না। পরে তারা সেখান থেকে উঠে রেজিস্ট্রার জেনারেলের অফিসের সামনে গিয়েছেন। রেজিস্ট্রার জেনারেলের সঙ্গে আলোচনার পর আজকের (শনিবার) কর্মসূচি স্থগিত করেছেন। এক্সট্রা মোহরার অ্যাসোসিয়েশনের প্রচার সম্পাদক রকিবুল ইসলাম ভূঁইয়া জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। এর আগে অনশনে থাকা বক্তারা বলেন, ‘আমরা জনগণের রেজিস্ট্রিকৃত দলিল বালাম বইতে লিপিবদ্ধ করে স্থায়ী রেকর্ড সৃষ্টি করি। কিন্তু দুঃখের বিষয় আমরা অস্থায়ী। আমরা বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শিক্ষাসহায়ক ভাতা এ তিনটি মৌলিক অধিকারসহ সরকারি যাবতীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। তাই আজ বাধ্য হয়ে আমরণ অনশন করছি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর