রবিবার, ৮ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা
সাঁওতালদের ওপর হামলা

রংপুর ও রাজশাহীতে বিক্ষোভ আদিবাসীদের

নিজস্ব প্রতিবেদক, রংপুর

গাইবান্ধার মহিমাগঞ্জে সাঁওতালদের ওপর হামলার মূল হোতা স্থানীয় এমপি আবুল কালাম আজাদ ও সাপমারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাকিল আহমেদ বুলবুলসহ সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে আগামী ১৫ জানুয়ারি রংপুর এবং ১৭ জানুয়ারি রাজশাহীতে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি দিয়েছে জাতীয় আদিবাসী পরিষদ। গতকাল রংপুর নগরীর একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা করা হয়। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি রবীন্দ্রনাথ সরেন বলেন, পুলিশ প্রকৃত অপরাধীদের গ্রেফতার না করে সাঁওতালদের বাড়িতে তল্লাশি চালাচ্ছে, নিরীহ সাঁওতালরা যাতে আদালতে হাজির হয়ে জামিন নিতে না পারে সে জন্য সন্ত্রাসীরা রাস্তাঘাটে পাহারা বসিয়েছে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সহসভাপতি ফিলিমন বাস্কে, সিপিবি রংপুর জেলা শাখার সাবেক সভাপতি শাহাদত হোসেন প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর