সোমবার, ৯ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

‘বাড়ির বাজার করছেন গানম্যানরা’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বিভিন্ন প্রটোকলে দায়িত্বে থাকা গানম্যানকে বাচ্চা স্কুলে নেওয়া, ছাতা ধরা এমনকি বাড়ির বাজার করার কাজে ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার নুরে আলম মীনা। গতকাল জেলা আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে তিনি এ কথা বলেন। জেলা প্রশাসক মো. সামসুল আরেফিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান, পৌরসভা মেয়র ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।

ওই বৈঠকে গভীর রাত পর্যন্ত মাইক বাজিয়ে অনুষ্ঠান নিয়ন্ত্রণ এবং মাদক নিয়ন্ত্রণ করতে প্রশাসনের প্রতি অনুরোধ করেছেন জনপ্রতিধিরা।

সর্বশেষ খবর