মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

প্রেসক্রিপশন স্পষ্ট অক্ষরে লেখার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

সহজে পড়ার উপযোগী করে স্পষ্ট অক্ষরে প্রেসক্রিপশন (ব্যবস্থাপত্র) লিখতে ৩০ দিনের মধ্যে চিকিৎসকদের প্রতি নির্দেশনা জারি করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে হাই কোর্ট। একটি রিটের শুনানি নিয়ে গতকাল বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদফতর এবং বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলকে (বিএমডিসি) আদালতের এ আদেশ বাস্তবায়ন করে ছয় সপ্তাহের মধ্যে একটি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এ ছাড়া প্রেসক্রিপশন পড়ার যোগ্য অক্ষর অথবা বড় হাতের অক্ষর অথবা ছাপা অক্ষর এই তিনটির যে কোনো একটি পদ্ধতিতে দেওয়ার বিষয়ে এবং ওষুধের নাম জেনারিক টার্মে লেখার বিষয়ে সরকারকে কেন নির্দেশনা দেওয়া হবে না— তা জানতে চেয়েও রুল জারি করা হয়েছে। চার সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সচিব, বিএমডিসির রেজিস্ট্রার, বিএমএ’র মহাসচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

 

সর্বশেষ খবর