মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

চট্টগ্রামে আগুনে ৩৪ লাখ টাকার ক্ষতি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে আলাদা তিনটি আগুনের ঘটনায় ৩৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। নগরীর ইপিজেড থানার কলসি দিঘির পাড় ও দেওয়ানহাট এবং হাটহাজারী উপজেলায় আগুনের ঘটনা ঘটে বলে জানান ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন অপারেটর সরোয়ার জাহান।

তিনি বলেন, কলসি দিঘির পাড় ওমর শাহ পাড়ায় রাত ২টায় জাহাঙ্গীর আলমের দুটি গ্যারেজে বৈদ্যুতিক গোলযোগ থেকে সৃষ্ট আগুনে ৬টি সিএনজি অটোরিকশাসহ ২০ লাখ টাকার ক্ষতি হয়। একইভাবে দেওয়ানহাটের আলমগীর মার্কেটে রবিবার রাত ২টা ৪০ মিনিটে আগুন লাগে। এতে আবদুল ওহাব লেদু, আবদুল আজিজ, আমির হোসেনের দোকান পুড়ে ৮ লাখ টাকার ক্ষতি হয়। এ ছাড়া হাটহাজারী উপজেলার মির্জাপুর সরকার হাট সওদাগর বাড়িতে রাত ৩টায় ছয় মালিকের ৯টি কক্ষের দুটি কাঁচা বসতঘরে আগুন লাগে। হাটহাজারী ফায়ার স্টেশনের দুটি গাড়ি ভোর পাঁচটা ১০ মিনিটে আগুন নির্বাপণে সক্ষম হয়। এতে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।

সর্বশেষ খবর