বুধবার, ১১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

জন্মগতভাবেই মানুষ উদ্যোক্তা : ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক

জন্মগতভাবেই মানুষ উদ্যোক্তা : ড. ইউনূস

শান্তিতে নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, প্রতিটি মানুষই জন্মগতভাবে একজন উদ্যোক্তা। অন্যের চাকরি করতে নয় বরং কাজ সৃষ্টি করতেই মানুষের জন্ম। ৯ জানুয়ারি ভারতের উড়িষ্যা রাজ্যের ভুবনেশ্বরে টাটার শীর্ষ কর্মকর্তাদের উদ্দেশে এ বক্তব্য রাখেন প্রফেসর ইউনূস। গতকাল রাজধানীর ইউনূস সেন্টার থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়।

সম্মেলনে প্রফেসর ইউনূস বলেন, আমরা কোন ভবিষ্যৎ নিয়ে কথা বলছি? আমরা কি সেই ভবিষ্যতের সঙ্গে খাপ খাওয়াতে নিজেদেরকে প্রস্তুত করব— যা এমন সব শক্তি দিয়ে তৈরি যার ওপর আমাদের নিয়ন্ত্রণ নেই, নাকি আমাদের প্রয়োজন মাফিক একটি ভবিষ্যৎ আমরা নিজেরাই তৈরি করে নেব? আসল প্রশ্নটি হলো, কী ধরনের ভবিষ্যৎ আমরা চাই এবং সেটা আমরা কীভাবে তৈরি করব?

সর্বশেষ খবর