বুধবার, ১১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

মঞ্চায়ন হলো ‘ঊর্নাজাল’

সাংস্কৃতিক প্রতিবেদক

মঞ্চায়ন হলো ‘ঊর্নাজাল’

নাটকের দল বাতিঘর এর প্রযোজনায় শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন হলো ব্যতিক্রমী গল্পের নাটক ‘ঊর্নাজাল’।

নাট্যদল বাতিঘরের প্রথম পূর্ণাঙ্গ মঞ্চনাটক ঊর্নাজাল। নির্দেশকেরও লেখা প্রথম নাটক এটি। আর এটা ছিল নাটকটির ১০ম প্রদর্শনী।

বিদেশ থেকে শিক্ষাজীবন শেষ করে নিজ গ্রামে ফেরে খালেদ। দীর্ঘ অপেক্ষার প্রহর শেষ হয় গ্রামবাসীর। স্কুলের জন্য রেখে যাওয়া বাবার স্বপ্নের একখণ্ড জমিতে মাদ্রাসা গড়ে তোলে সে। অন্যদিকে, সাঁইজির আখড়ায় বেড়ে ওঠা সয়ফুল গায়েন খালেদের বাল্যবন্ধু। ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে শিল্পে মনোসংযোগ থেকে বিচ্ছিন্ন হয় শিল্পী। ঘুণে কাটে একতারাটি। চোখ দান করে যাওয়া জয়নাল ঘাতকের জানাজা পড়ানোর দায়ে ইমামের জিব কেটে নেয় কে বা কারা। এ সুযোগে ধর্মীয় মতবাদের আশ্রয়ে ঢুকে পড়ে অপকৌশল-কূটনীতি।

১০ম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব : ‘ফ্রেমে ফ্রেমে আগামীর স্বপ্ন’ স্লোগানে চিলড্রেন’স্ ফিল্ম সোসাইটি বাংলাদেশের আয়োজনে ২৪ জানুয়ারি শুরু হচ্ছে ১০ম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর