বুধবার, ১১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

জিয়া আহতের মামলায় অভিনেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

গাড়ির ধাক্কায় ফটোসাংবাদিক জিয়া ইসলাম আহত হওয়ার ঘটনায় তার প্রতিষ্ঠান প্রথম আলোর মামলার পর অভিনেতা কল্যাণ কোরাইয়াকে গ্রেফতার করেছে পুলিশ। গত রাতে প্রথম আলোর নিরাপত্তা ব্যবস্থাপক অবসরপ্রাপ্ত মেজর সাজ্জাদুল কবির কলাবাগান থানায় মামলাটি করেন। এর পরপরই কল্যাণকে গ্রেফতার করা হয় বলে ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার জানিয়েছেন। কল্যাণকে আগেই থানায় ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। সোমবার মধ্যরাতে পান্থপথে বসুন্ধরা সিটির সামনে আহত জিয়াকে ঢাকা মেডিকেলে নেওয়ার পর কল্যাণও হাসপাতালে গিয়েছিলেন। মামলার এজাহারে বলা হয়েছে, ‘জিয়াকে ধাক্কা দেওয়ার পরে গাড়িটি লাইট বন্ধ করে কিছুক্ষণ থেমে ছিল। পরে এটি চলে যায়। জিয়াকে ঢাকা মেডিকেলে ভর্তি করানোর পর কল্যাণ রাত দেড়টার দিকে হাসপাতালে যান।’ তিনি সেখানে কয়েকজন সাংবাদিকদের বলেন, ‘তার গাড়ির ধাক্কায় দুর্ঘটনাটি ঘটেছিল। তারপর লাপাত্তা হয়ে যান তিনি।’ এ দিকে গতকাল বেলা ২টার দিকে জিয়া ইসলামকে অ্যাম্বুলেন্সে করে এ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করে চিকিৎসকরা। তারা জানিয়েছেন, তাকে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হবে। তবে এ সময় আরও বাড়তে পারে।

সর্বশেষ খবর