Bangladesh Pratidin

প্রকাশ : বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১১ জানুয়ারি, ২০১৭ ২৩:১৯
গোপালগঞ্জ হবে মুজিবনগর ঢাকা জিয়া সিটি : দুদু
নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে গোপালগঞ্জের নাম পরিবর্তন করে মুজিবনগর করা হবে। আর ঢাকার নাম রাখা হবে জিয়া সিটি। গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘ডেমোক্রেটিক মুভমেন্ট’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। শামসুজ্জামান দুদু সরকারের উদ্দেশে বলেন, আপনারা পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার নাম পরিবর্তন করে ইন্দুরকানী করেছেন। নাম পরিবর্তন করে মুজিবনগর করছেন না কেন? আপনাদের মনমানসিকতা এত ছোট কেন? মনে রাখবেন, জিয়াকে খাটো করলে দেশের স্বাধীনতাকেই খাটো করা হবে। যেসব স্থানে জিয়াউর রহমানের নাম মুছে ফেলা হয়েছে বিএনপি ক্ষমতায় এলে এসব নাম যথাযথভাবে প্রতিস্থাপন করা হবে।

এই পাতার আরো খবর
up-arrow