বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

এ দেশের আদালতে ভারতীয় চ্যানেলের আইনি লড়াই

নিজস্ব প্রতিবেদক

ভারতীয় টিভি চ্যানেল স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলা বন্ধে জারি করা রুলের চূড়ান্ত শুনানিতে অংশ নিতে আইনজীবী নিয়োগ করেছে বাংলাদেশে ওই চ্যানেলগুলোর পরিবেশনকারী প্রতিষ্ঠান। গতকাল বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এবং বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ শুনানি গ্রহণ করে।  ১৯ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। স্টার জলসা, স্টার প্লাসের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী আবদুল মতিন খসরু। জি-বাংলার পক্ষে ছিলেন আইনজীবী সামসুল হাসান। এর আগে ৮, ৯ ও ১০ জানুয়ারি রুলের শুনানি হয়। ২০১৪ সালে স্টার জলসায় প্রচারমান ‘বোঝেনা সে বোঝেনা’ সিরিয়ালের ‘পাখি’ চরিত্রের নামের পোশাক কিনতে না পেরে বাংলাদেশে অনেকে আত্মহত্যা করে। এ নিয়ে ওই সময় পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এরপর ভারতীয় টেলিভিশন চ্যানেল স্টার জলসা, স্টার প্লাস ও জি-বাংলার সম্প্রচার বাংলাদেশে বন্ধের নির্দেশনা চেয়ে ওই বছরের ৭ আগস্ট হাই কোর্টে রিট করেন আইনজীবী সৈয়দা শাহীন আরা লাইলী। ২৬ আগস্ট বিচারপতি শেখ হাসান আরিফের নেতৃত্বাধীন অবকাশকালীন হাই কোর্ট বেঞ্চ উত্থাপিত হয়নি মর্মে রিটটি খারিজ করেন। এরপর আবার নতুন করে এ আবেদন করা হয়। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ওই বছরের ১৯ অক্টোবর ভারতীয় টেলিভিশন চ্যানেল স্টার জলসা, স্টার প্লাস ও জি-বাংলার সম্প্রচার বাংলাদেশে কেন বন্ধের নির্দেশ দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করে হাই কোর্ট। সেই রুলের ওপরেই এখন শুনানি চলছে।

সর্বশেষ খবর