বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

পাঁচ বছর পর শেয়ার বাজার ঊর্ধ্বমুখী

নিজস্ব প্রতিবেদক

পাঁচ বছর পর শেয়ার বাজার ঊর্ধ্বমুখী

দেশের শেয়ার বাজারে এখন বিরাজ করছে চাঙ্গাভাব। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক গতকাল ৫ দশমিক ৩০০ পয়েন্ট ছাড়িয়েছে। গত ৫ বছরের মধ্যে গতকালই সর্বোচ্চ লেনদেন হয়েছে।

ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইতে গতকাল ৫৬ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে হয়েছে ৫ হাজার ৩৩৩ দশমিক ৮৮ পয়েন্ট। ২০১৪ সালের ১২ অক্টোবরের পর এটি সর্বোচ্চ। সে সময়ে সূচক ছিল ৫ হাজার ৩৩৪ দশমিক ০৪। শরিয়াহ ভিত্তিক সূচক ডিএসইএস এবং ডিএস ৩০ সামান্য বেড়ে হয়েছে ১২৪৫ দশমিক ৮৫ এবং ১৯০৮ দশমিক ৩৭। ডিএসইতে গতকাল ৫৭ দশমিক ৯৫ কোটি শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর ইতিহাসে এটি সর্বোচ লেনদেন। গতকাল ডিএসইতে ১ হাজার ৭০৪ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত সাড়ে ৫ বছরের মধ্যে এটি সর্বোচ লেনদেন। এদিন ৩২৬টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে এবং ১১৭টি কোম্পানির শেয়ার দর কমেছে এবং ১৫টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।

সর্বশেষ খবর