শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

এক বছরেও সাংবাদিক উৎস খুনের কিনারা হয়নি

এক মাসের আলটিমেটাম বাবা-মার

নিজস্ব প্রতিবেদক, রংপুর

বছর পেরিয়ে গেলেও রংপুরে স্থানীয় যুগের আলো পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক মসিউর রহমান উৎস হত্যার কোনো কিনারা করতে পারেনি পুলিশ। উদঘাটন হয়নি হত্যার রহস্য। শনাক্ত হয়নি প্রকৃত খুনি। উেসর ব্যবহৃত মোটরসাইকেল, ক্যামেরা ও মুঠোফোনও উদ্ধার করা যায়নি। সেই সঙ্গে মামলার অভিযোগপত্র দাখিল করা হয়নি। গতকাল দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে সাংবাদিক উেসর পরিবার সংবাদ সম্মেলন করে আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে খুনের রহস্য উদঘাটন এবং প্রকৃত খুনিদের গ্রেফতার দাবি জানান। অন্যথায় ১৩ ফেব্রুয়ারি থেকে রংপুর প্রেস ক্লাবের সামনে পরিবারের সদস্যরা আমরণ অনশন কর্মসূচি শুরু করবেন বলে ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে উেসর বাবা সামসুল হুদা অভিযোগ করেন, প্রকৃত খুনিদের আইনের আওতায় আনতে এক বছর ধরে পুলিশসহ বিভিন্ন মহলে ধরনা দিয়েও কোনো ফল পাচ্ছি না। এ সময় উেসর মা নূরজাহান বেগমও বক্তব্য রাখেন।  এদিকে সাংবাদিক উৎস হত্যার পর রংপুরে সাংবাদিক সমাজের ব্যানারে একাধিকবার মানববন্ধন সমাবেশ করে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছে। কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম বলেন, এ হত্যার সঙ্গে জড়িত ৫ জনকে ঘটনার পরপরই গ্রেফতার করা হয়েছে। তদন্ত এখনো চলছে। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর