শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

আইসিসিবিতে জমেছে কৃষি যন্ত্রপাতির মেলা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) জমেছে দেশি-বিদেশি তিন শতাধিক প্রতিষ্ঠানের কৃষি যন্ত্রপাতির মেলা। গত পরশু থেকে এ মেলা শুরু হয়েছে। আজ মেলার সমাপনী দিন।

সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত এ মেলা। এখানে এমন সব সুযোগ-সুবিধা রয়েছে, যার ফলে পরিবেশবান্ধব কৃষি শিল্প স্থাপন করা যাবে সরকারি ভর্তুকিতে। স্বয়ংক্রিয় মেশিনে মাঠে শস্য কাটা, মাড়াই, বস্তাজাত করা— এমন একটি মেশিন ক্রয়ে সরকারি ভর্তুকি পাওয়া যাবে সাড়ে তিন লাখ টাকা। সাত লাখ টাকার একটি মেশিন ক্রয়ে সরকার সরাসরি নগদ সহায়তা দেবে। এসব আধুনিক মেশিন যন্ত্রাংশের প্রদর্শনী নিয়েই জমেছে মেলা।দেখা গেছে, এসিআই প্রতিষ্ঠান চীনের তৈরি স্বয়ংক্রিয় ধান কাটার মেশিন প্রদর্শন করছে। এই মেশিনের মাধ্যমে জমিতে ধান কাটা থেকে শুরু করে বস্তাজাত করা যায়। এক একর জমির ধান বস্তাজাত করতে সময় লাগে মাত্র তিন ঘণ্টা। সংশ্লিষ্টরা জানান, একটি মেশিনের দাম সাত লাখ টাকা। তবে কৃষক বা উৎপাদনকারীকে দিতে হবে মাত্র সাড়ে তিন লাখ টাকা। বাকি সাড়ে তিন লাখ টাকা সরকার ভর্তুকি দেবে। এ ছাড়া আরেকটি মেশিন রয়েছে যেটি শস্য রিজার্ভ করার। এই মেশিনে বছরের যে কোনো সময় শস্য তুলে প্রিজার্ভ করা যাবে। এসব পণ্যেও সরকার ভর্তুকি দেয়।

সর্বশেষ খবর