শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

মাজার ছেড়ে লোকালয়ে বানর

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

মাজার ছেড়ে লোকালয়ে বানর

সিলেটে বেড়েছে বানরের উপদ্রব। এরা এদের মূল অবস্থান হজরত চাষণী পীর (রহ.)-এর মাজার ছেড়ে লোকালয়ে নেমে এসেছে। প্রতিদিনই এদের হামলার শিকার হচ্ছেন নারী-শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ। এক হিসাবে দেখা যায়, দুই মাসে বানরের কামড় ও হামলার শিকার হয়ে আহত হয়েছেন অন্তত ২০০ মানুষ।

খোঁজ নিয়ে জানা গেছে, মূলত খাদ্য সংকটে বানরের দল লোকালয়ে নেমে এসেছে। এদের বিচরণ ছিল নগরীর গোয়াইটুলাস্থ হজরত চাষণী পীর (রহ.)-এর মাজারটিলায়। সেখানে জিয়ারতে আসা মানুষের দেওয়া খাবার খেয়ে টিলার ওপরের গাছ-গাছালিতে বাস করত। সম্প্রতি প্রভাবশালীরা টিলার বেশকিছু জায়গা দখল করে গাছপালা কেটে ফেলেছেন। এতে বানরের আশ্রয় ও খাবার সংকট দেখা দিয়েছে। অভুক্ত বানরগুলো এখন খাবারের সন্ধানে চলে এসেছে লোকালয়ে আর দল বেঁধে হামলা চালাচ্ছে বাসাবাড়িতে। রাস্তাঘাটেও মানুষের ওপর হামলে পড়ছে।

এ বিষয়ে গোয়াইটুলার বাসিন্দা কামরুল হাসান শাহীন ও আবদুস সালাম জানান, মাজারের বানরগুলো সকাল হলেই বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে। বিভিন্ন বাসায় ঢুকে খাবার চুরির চেষ্টা করছে। অভুক্ত বানরগুলো অনেক সময়ই লোকজনকে কামড়ে দিচ্ছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর