শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

১৫ জানুয়ারি শুরু হচ্ছে হজে গমনেচ্ছুদের প্রাক-নিবন্ধন

নিজস্ব প্রতিবেদক

চলতি বছরে সরকারিভাবে হজে গমনেচ্ছুদের প্রাক-নিবন্ধন ১৫ জানুয়ারি শুরু হচ্ছে। ওইদিন সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান আনুষ্ঠানিকভাবে প্রাক-নিবন্ধন কর্মসূচির উদ্বোধন করবেন। প্রাথমিকভাবে ওইদিন সরকারি হজযাত্রীদের প্রাক-নিবন্ধন শুরু হবে। বেসরকারি এজেন্সির মাধ্যমে যারা হজে যাবেন তাদের প্রাক-নিবন্ধন কিছু দিন পর শুরু হবে।

ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন গতকাল এ খবরের সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ধর্মমন্ত্রী ১৫ জানুয়ারি প্রাক-নিবন্ধন কর্মসূচির উদ্বোধন করবেন। এ ছাড়া গত বছর যারা নিবন্ধন করেও সিরিয়াল পেছনে থাকায় হজে যেতে পারেননি তারা এ বছর অগ্রাধিকার পাবেন।

সর্বশেষ খবর