শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

শাহজালালে ১৫৮ কার্টন সিগারেট জব্দ

নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমদানি নিষিদ্ধ ১৫৮ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। সিগারেটগুলো পরিত্যক্ত অবস্থায় বিমানবন্দরের ৫ নম্বর ব্যাগেজ বেল্টের পাশের ট্রলির ওপর রাখা ছিল। কাস্টমস কর্মকর্তারা বলছেন, জব্দকৃত সিগারেটের মধ্যে সুইজারল্যান্ডের ডানহিল ব্র্যান্ডের ৩০ হাজার এবং কোরিয়ান ইজি ব্যান্ডের ১৬০০ শলাকা রয়েছে। যার বাজার মূল্য প্রায় ১২ লাখ ৬৪ হাজার টাকা। কাস্টমস গোয়েন্দা প্রধান ড. মইনুল খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ৫ থেকে ৮ নং ব্যাগেজ বেল্টের ওপর সতর্ক দৃষ্টি রাখা হয়। কাস্টমস গোয়েন্দাদের উপস্থিতি টের পেয়ে যাত্রী তার মালামাল ট্রলিতে উঠানোর পরও তা ফেলে চলে যায়। পরে ট্যাগহিন পরিত্যক্ত ৩টি ব্যাগেজ খুলে সিগারেটগুলো পাওয়া যায়। ওই রাতে মালয়েশিয়া থেকে আগত মালিন্দো এয়ারলাইন্সের ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করে। ধারণা করা হচ্ছে, ওই ফ্লাইটে আগত কোনো যাত্রী এই নিষিদ্ধ সিগারেট এনেছেন। বিমানবন্দরে আসার পর কাস্টমস গোয়েন্দার নজরদারি এড়াতে ট্যাগ সরিয়ে ফেলা হয়েছে। আমদানি নীতি আদেশ অনুযায়ী সিগারেট প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ছাড়া বিদেশি সিগারেট আমদানি করা যায় না। সিগারেটের উপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০%) পরিহারের জন্যই এসব সিগারেট আনা হয়েছে।

সর্বশেষ খবর