শনিবার, ১৪ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

লাল সবুজের নিশানা স্বাগত জানাবে পর্যটকদের

কক্সবাজার প্রতিনিধি

লাল সবুজের নিশানা স্বাগত জানাবে পর্যটকদের

নীল সাগরে খেলা করছে একদল ডলফিন। তাদের পাশ ঘেঁষে উত্তাল ঢেউ ভেঙে ছুটে চলছে এক দুরন্ত সার্ফার। যার হাতে রয়েছে লাল সবুজের বিজয় নিশানা। সমুদ্রনগরী কক্সবাজারে আসা পর্যটকদের স্বাগত জানাতে শহরের কলাতলীতে এমন একটি ম্যুরাল স্থাপন করা হচ্ছে। চলতি বছরের মধ্যেই বদলে যাবে সমুদ্রনগরী কক্সবাজারের প্রবেশদ্বার কলাতলী। দেশ-বিদেশ থেকে আসা পর্যটকদের স্বাগত জানাবে লাল সবুজের পতাকা হাতে সার্ফার জাফরের প্রতিকৃতি। এ ছাড়া পর্যটকদের ভ্রমণকে আরও আকর্ষণীয় করে তুলতে নেওয়া হয়েছে একটি সমন্বিত উদ্যোগ। এতে থাকছে চার লেনের সড়ক, ফুলের বাগান, পর্যটকের বসার চেয়ার, পর্যাপ্ত ফুটপাথ ও দৃষ্টিনন্দন ফোয়ারা।

জেলা প্রশাসন সূত্র জানায়, কলাতলী মোড়ের ‘ডলফিন ফোয়ারা’ থেকে সাগরপাড় পর্যন্ত অপ্রশস্ত সড়ক এবং অপরিকল্পিত স্থাপনাগুলোই ছিল পর্যটন নগরীর সবচেয়ে শ্রীহীন দৃশ্য। এ কারণে শহরের প্রবেশদ্বারকে সৌন্দর্যমণ্ডিত করা হচ্ছে। পরিকল্পিত প্রবেশদ্বার নির্মাণে জেলা প্রশাসক, জেলা পরিষদ, বিচ ম্যানেজমেন্ট কমিটি এবং সড়ক ও জনপথ অধিদফতর সম্মিলিতভাবে কাজ করছে।

সর্বশেষ খবর