শনিবার, ১৪ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

রসায়ন অলিম্পিয়াডের প্রাথমিক পর্ব অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

সপ্তম রসায়ন অলিম্পিয়াডের প্রাথমিক পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সাতটি বিভাগের নয়টি কেন্দ্রে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্কুল ও কলেজের ১০ হাজার ৬০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। বাংলাদেশ রসায়ন সমিতি এর আয়োজন করে।

সকালে ঢাবির কার্জন হলে অলিম্পিয়াডের ঢাকা বিভাগের প্রাথমিক পর্ব অনুষ্ঠিত হয়। বিকালে সমাপনী অনুষ্ঠানে বিজয়ী ১০ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক সদস্য অধ্যাপক এম মুহিবুর রহমান, সাবেক মুখ্যসচিব আবদুল করিম, অলিম্পিয়াডের আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ শোয়েব প্রমুখ।

সাত বিভাগের প্রাথমিক পর্বে বিজয়ীদের নিয়ে ১৭ ফেব্রুয়ারি ঢাবির কার্জন হলে অলিম্পিয়াডের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।

সর্বশেষ খবর