রবিবার, ১৫ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বছরপূর্তির আগেই হোঁচট

চট্টগ্রামে বিট পুলিশিং

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আট মাস আগে মহাধুমধাম করে বিট পুলিশিং কার্যক্রম শুরু করেছিল চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রমসহ সব অপরাধ প্রতিরোধই ছিল এর মূল উদ্দেশ্য। কিন্তু বছর পূর্ণ হওয়ার আগেই  হোঁচট খেয়েছে সে উদ্যোগ।

জানা গেছে, কার্যক্রম শুরু হওয়ার পর ৮ মাস চলে গেলেও এখন পর্যন্ত নগরীর কোনো থানা এলাকায় পুরোপুরি শুরু হয়নি বিট পুলিশিং। এমনকি সিংহ ভাগ লোকজন জানেনই না বিট পুলিশিং কার্যক্রমের কথা। প্রয়োজনীয় প্রচারণা এবং থানা পুলিশের ব্যর্থতার কারণেই পুরো উদ্যোগ ব্যর্থ হওয়ার পথে রয়েছে বলে সংশ্লিষ্টরাই বলছেন। এ ব্যাপারে সিএমপি অতিরিক্ত কমিশনার (অর্থ ও প্রশাসন) মাসুদ উল হাসান বলেন, ‘বিট পুলিশিংয়ের পুরোপুরি সুবিধা ভোগ করতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। এখন তথ্য সংগ্রহ এবং সফটওয়্যার তৈরির কাজ চলছে। সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পুরোদমে বিট পুলিশিং কাজক্রম শুরু হবে।’

সচেতনতা সৃষ্টির বিষয়ে খোঁজ নিতে গিয়ে নগরীর খাতুনগঞ্জের ব্যবসায়ী ও সমাজসেবক মুহাম্মদ জামাল হোসেনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘বিট পুলিশিং কি তা তো জানি না! এ পর্যন্ত নগরীর কোথাও বিট পুলিশিংয়ের কার্যক্রম দেখিনি।’

বাকলিয়া থানার ওসি আবুল মনসুর বলেন, ‘বাকলিয়া থানার ৭ লাখ মানুষের মধ্যে ২০ হাজার মানুষের তথ্য সংগ্রহ করেছি। লোকবলের অভাবে বিট পুলিশিং কার্যক্রম পুরোপুরি শুরু করতে পারিনি।’ একইভাবে জনবল সংকটের ও নানান সমস্যার কারণে বিট পুলিশিং কার্যক্রম পুরোপুরি চালু করতে পারেননি বলে জানান হালিশহর থানার ওসি প্রণব চৌধুরী।

সর্বশেষ খবর