সোমবার, ১৬ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

সাত খুনের আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত : অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুনের মামলার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। গতকাল নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, দেশের আপামর জনসাধারণ এ মামলার রায়ে দৃষ্টান্তমূলক শাস্তি চায়। আমিও একই রকম মনে করি, এটির দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। সাত খুনের ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করে তিনি বলেন, ওই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তাদের কাজ ছিল মানুষের জানমাল রক্ষা করা, মানুষের স্বাধীনতাকে সেফগার্ড করা। তারাই যদি অপরাধের সঙ্গে জড়িয়ে যান, তবে সে অপরাধ ক্ষমার অযোগ্য।

২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলামসহ সাতজন অপহূত হন। শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ পাওয়া যায় এর তিন দিন পর। এ ঘটনায় করা মামলায় নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের  আদালতে  আজ রায় ঘোষণা করা হবে।

সর্বশেষ খবর